সিরাজগঞ্জে আরও ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এসব নতুন শনাক্ত ডেঙ্গু রোগীরা জেলা শহরের সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে একজন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: রাজশাহী মেডিকেলে আরও ১ ডেঙ্গু রোগীর মৃত্যু
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ১১৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৯০৮ জন। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ২০২ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গত কয়েক দিনের তুলনায় কমেছে।
এম এ মালেক/জেএস/এএসএম