নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নওগাঁর বদলগাছীতে শিশু ধর্ষণের অভিযোগে মানিক (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজের বাড়ি তাকে গ্রেফতার করা হয়। পরে দুপরে তাকে কারাগারে পাঠানো হয়।
মানিক উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ি গ্রামের মৃত মজিবরের ছেলে।
আরও পড়ুন: শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, যুবক গ্রেফতার
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটির বাবা-মা ঢাকায় চাকরি করেন। এ সুবাদে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে দুধকুড়ি গ্রামে নানির বাড়িতে থাকে শিশুটি। ১৯ অক্টোবর পাশের বাড়িতে মানিকের মেয়ের সঙ্গে খেলাধুলা করার জন্য শিশুটি গেলে সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করেন তিনি। পরদিন অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর নানি বাদী হয়ে ২১ অক্টোবর বদলগাছী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয় মানিককে গ্রেফতার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার মানিককে কারাগারে পাঠানো হয়েছে।
আরএইচ/জিকেএস