দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৩

দক্ষিণ আফ্রিকার অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় মো. লিটন (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর সদরে।

রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লিটন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তার তিনটি কন্যাসন্তান রয়েছে।

বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিম শাকিল মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিজ কনফেকশনারি দোকানে হামলার শিকার হন লিটন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নিহতের ছোট ভাই মো. সোহেল বলেন, ‘অস্ত্রধারী কৃঞ্চাঙ্গ সন্ত্রাসীরা দোকানে এসে চাঁদা দাবি করে। না দেওয়ায় তারা আমার ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তা লক্ষ্যভ্রষ্ট হলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় জখম করে। পরে আশপাশের বাঙালিরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে রোববার রাতে তিনি মারা যান।’

নিহতের পারিবারিক সূত্র জানায়, পাঁচ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন মো. লিটন। তার মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।