নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ১৬ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৪ অক্টোবর ২০২৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৬ জেলেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ অক্টোবর) রাতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী তাদের এ দণ্ড দেন।

এসময় মাছ ধরার ট্রলার ও ৪০ হাজার মিটার জাল নিলামে তুলে তিন লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা সবাই ভোলার চরফ্যাশনের বাসিন্দা।

এরআগে দুপুরে নিঝুমদ্বীপ সংলগ্ন মেঘনা নদী থেকে ১৭ জেলেসহ ট্রলার ও জাল আটক করেন উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

ইউএনও সুরাইয়া আক্তার লাকী জাগো নিউজকে বলেন, ১৭ জেলের একজন অপ্রাপ্তবয়স্ক। বাকি ১৬ জেলে তাদের অপরাধ স্বীকার করায় তাদেরকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। তাদের ট্রলার ও জাল নিলামে বিক্রি করে দেওয়া হয়।

মা ইলিশ সংরক্ষণে গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

 

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।