দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর অর্ধগলিত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

গাজীপুরে বাইরে থেকে বন্ধ করা বসতঘরের ভেতর থেকে শেখা বেগম (৩৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মহানগরের ইসলামপুর এলাকার এক ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শেখা বেগম স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহের ত্রিশাল থানার কাটাখালি গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শেখা বেগম তার স্বামীকে নিয়ে ইসলামপুর এলাকার মো. শামসুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। প্রতিবেশি ভাড়াটিয়ারা শেখা বেগমের বন্ধ থাকা বসতঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই বাড়িতে গিয়ে দরজা খুলে বসতঘরের ভেতরে কাঁথায় মোড়ানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহটি শেখা বেগমের বলে প্রতিবেশীরা শনাক্ত করেন। তবে তার স্বামীর সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: পারিবারিক দ্বন্দ্বে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মাহুতি

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে শেখা বেগমকে হত্যার পর মরদেহটি কাঁথায় মুড়িয়ে রেখে বাইরে থেকে বসতঘরের দরজা আটকে তার স্বামী পালিয়ে গেছেন। মরদেহটি পচে যাওয়ায় তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীর নাম-পরিচয় জানা যায়নি। মৃত্যুর রহস্য উদঘাটন ও স্বামীর সন্ধানে অভিযান চলছে।

আমিনুল ইসলাম/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।