পিরোজপুরে স্ত্রী ও চাচীকে হত্যার দায়ে একজনের ফাঁসি


প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৮ মার্চ ২০১৬

পিরোজপুরে স্ত্রী ও চাচীকে হত্যার দায়ে গৌতম রায় নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন। এ সময় গৌতমকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

বিচারক এসময় দণ্ডপ্রাপ্ত গৌতমের চাচাত ভাইয়ের স্ত্রী শিউলীকে কুপিয়ে ক্ষত বিক্ষত করার অভিযোগে তার বিরুদ্ধে আরও ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ বাদুরা গ্রামের বাসিন্দা মৃত হিমাংশু কুমার রায়ের ছেলে গৌতম রায় (৪২) ২০১১ সালের ২ মার্চ সকালে বাজার থেকে কিনে আনা মাছ কাটতে বিলম্ব হওয়ায় রাগের বশবর্তী হয়ে গাছ কাটা দা দিয়ে নির্মমভাবে জবাই করে হত্যা করে স্ত্রী সীমা রানী রায়কে। একই সময় চাচী শেফালি রায় গৌতমের ক্রোধ থামাতে আসলে তাকেও একইভাবে হত্যা করেন গৌতম। এবং গুরুতর আহত শিউলি রাণী চিকিৎসা শেষে সুস্থ হন। এ ঘটনায় গৌতম রায়ের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশ ঘটনার পর পরই গৌতমকে গ্রেফতার করে।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যডভোকেট খান মো. আলাউদ্দিন। তিনি বলেন, রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি।

অপরদিকে, মামলার আসামি পক্ষের আইনজীবী এম. শাহ আলম বলেন, আমরা যথাযথভাবে রায় পাইনি, কাগজ পত্র হাতে পাবার পর উচ্চ আদালতে যাব।

হাসান মামুন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।