বৃদ্ধের পেটে মিললো ৪ হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৫ অক্টোবর ২০২৩

নোয়াখালীর সদরে মো. ওলি উল্যাহ (৫১) নামে এক বৃদ্ধকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে জিজ্ঞাসাবাদে ওই বৃদ্ধ জানান যে তার পেটে চার হাজার ইয়াবা আছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৬টার দিকে কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর বাদিতলা বাজার থেকে তাকে আটক করা হয়। ওলি উল্যাহ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ফজর আলীর ছেলে।

আরও পড়ুন: যুবলীগ নেতার খাটের নিচে মিললো ইয়াবা

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. আবদুল হামিদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃদ্ধ ওলি উল্যাহকে আটকের পর তিনি জানান তার পেটে গলদকরণ অবস্থায় চার হাজার ইয়াবা আছে। সত্যতা যাচাই করতে মাইজদী মা ও শিশু হাসপাতালে নিয়ে এক্সরে করে তা নিশ্চিত হই। পরে ওষুধের মাধ্যমে তার পেট থেকে চার হাজার ইয়াবা বের করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুধারাম থানায় মামলা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।