আশুলিয়ায় বাস থেকে জামায়াতের ৪০ নেতাকর্মী আটক
আশুলিয়া থেকে জামায়াতের ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মহাসমাবেশের জন্য ব্যবহৃত একটি ব্যানার উদ্ধার করা হয় ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়া চেকপোস্টে একটি বাস থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানান, একটি বাসে করে জামায়াতের নেতাকর্মীরা ঢাকা উদ্দেশ্য যাচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন: বগুড়া রেলস্টেশন থেকে বিএনপি-অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মী আটক
অন্যদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের চেক পোস্ট থেকে শতাধিক ব্যাক্তিকে আটক করেছেন। জানা গেছে এদের অনেকেই বিএনপির নেতাকর্মী।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি বলেন, আমিনবাজার ও আশুলিয়ায় আটকদের যাচাই বাছাই করা হচ্ছে। দুষ্কৃতিকারী না হলে তাদের ছেড়ে দেওয়া হবে।
মাহফুজুর রহমান নিপু/জেএস/এএসএম