ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নারায়ণগঞ্জ অংশেই ৩০০ র‌্যাব-পুলিশ, চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৮ অক্টোবর ২০২৩

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা এড়াতে শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশেই মোতায়েন করা হয়েছে ৩০০ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি কার্যক্রম।

শনিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর পয়েন্টে ১০০ জন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ৮০ জন, সাইনবোর্ডে ১২০ জন পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে র‌্যাবের শতাধিক সদস্য নিয়োজিত রয়েছে। পাশাপাশি র‌্যাব-পুলিশ ছাড়াও নারায়ণগঞ্জ ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

নারায়ণগঞ্জ অংশেই ৩০০ র‌্যাব-পুলিশ, চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি

আরও পড়ুন: ‘দুপুরের পর গাড়ি বন্ধ করে দেব, না হয় তেলের টাকাও উঠবে না’

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, ঢাকায় দুদলের সমাবেশ ঘিরে কেউ যেনে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, শিমরাইল মোড়, সাইনবোর্ড, চাষাঢ়া পয়েন্টসহ পুরো জেলাজুড়ে প্রায় সাড়ে তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, মৌচাক, সাইনবোর্ড, চাষাঢ়াসহ আরও গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। যাদের সন্দেহ হচ্ছে তাদেরই তল্লাশি করা হচ্ছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পুরো জেলায় দুই শতাধিক র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।