নওগাঁয় কেজিতে ১০-২০ টাকা বেড়েছে সবজির দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৮ অক্টোবর ২০২৩

এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় ১০-২০ টাকা বেড়েছে শীতকালীন সবধরনের সবজির দাম। তবে পাইকারি বাজারে সবজির সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ ১১০-১২০ টাকা, আলু ৭০-৭৫ টাকা, ফুলকপি-বাঁধাকপি ৪০-৫০ টাকা পিস, গাজর ১২০ টাকা, সিম ১৪০-১৬০ কেজি, বেগুন ৬০ টাকা, টমেটো ২২০-২৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ১০০ টাকা, লাউ প্রতি পিস ৪০-৫০ টাকা, কাঁকরোল ৬০-৮০ টাকা, পটোল ৫০ টাকা, লতি ৮০ টাকা ও ঢ্যাঁড়স ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

যদিও গত সপ্তাহে পেঁয়াজ ৯৫-১১০ টাকা, আলু ৫৫-৬৫ টাকা, ফুলকপি-বাঁধাকপি ৭০-৮০ টাকা পিস, গাজর ১২০-১৪০ টাকা, সিম ১৫০-১৬০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, টমেটো ২২০-২৪০ টাকা, শসা ৮০-৯০ টাকা, পেঁপে ৩০ টাক, করলা ১০০-১২০ টাকা, লাউ প্রতি পিস ২০-৩০ টাকা, কাঁকরোল ৭০-৯০ টাকা, পটোল ৩০-৪০ টাকা, লতি ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়স ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হয়।

jagonews24

আরও পড়ুন: সবজির দাম চড়া, ডিমেও অস্বস্তি 

এছাড়াও মাছ বাজারে গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। ৭০০ টাকার দেশি টেংরা ৮০০ টাক, ৫০০ টাকার শিং ৭০০ টাকায়, ৭৫০ টাকার পাবদা মাছ ৮০০ থেকে একহাজার ২০০ টাকা, ৬০০ টাকার দেশি চিংড়ি ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা, ১২০ টাকা থেকে ১৪০ টাকা কেজির পাঙাশ ও তেলাপিয়া মাছ ১৬০ টাকা থেকে ১৮০ টাকা, ২৬০ থেকে ২৮০ টাকার কাতলা মাছ ৩০০ টাকা থেকে ৩৮০ টাকা বিক্রি হচ্ছে।

মোকলেস নামের এক ব্যবসায়ী জানান, বেশি দামে কেনায় সবজির দাম কিছুটা বেড়েছে। ২০ কেজি বেগুন কিনলে ৫-৭ কেজি বেগুনে পোকা পাওয়া যায়। তাই ১০-২০ টাকা বেশি দমে বিক্রি করতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, এক মণ সবজি কিনে কেজিতে ২-৩ টাকা বাজার কর দিতে হয়। আবার খুচরা বিক্রি করতে গিয়ে ওজনে বেশি চলে যায়। সব মিলিয়ে ৫-১০ টাকা বেশি দামের আমদের বিক্রি করতে হয়।

নওগাঁ কাঁচা বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. বাদশা ইসলাম বলেন, আগের তুলনায় এখন বাজারে সবজির সরবরাহ বেড়েছে। এভাবে সরবরাহ বাড়লে সবজির দাম আরও কমবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।