সকাল-সন্ধ্যা হরতাল

নওগাঁয় দেখা মেলেনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

নওগাঁয় ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। এ জেলায় সকাল থেকে বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, শহরের বিভিন্নস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। রোডে স্বাভাবিকভাবে রিকশা-অটোরিকশা চলাচল করছে। শহরের কোথাও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দেখা যায়নি।

আরও পড়ুন: বাস ভাঙচুর-ট্রাকে অগ্নিসংযোগ, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, হরতালের তেমন কোনো প্রভাব নেই এখানে। তবে যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।