বগুড়ায় আজিজুল হক কলেজের অধ্যক্ষকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি (ওএসডি) করা হয়েছে।

এ নিয়ে রোববার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব সামিয়া ইয়াসমিন।

এতে অধ্যক্ষ শাহজাহান আলী ৫ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন বলে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক বলেন, গত বছরের ১৪ জুন শিক্ষক পরিষদের নির্বাচন উপলক্ষে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে কমিটি নিয়ে বিরোধের জেরে তার সমর্থনে ভাটা পড়েছে অনুমান করে স্টাফ কাউন্সিলরের সম্পাদক গণিতের প্রফেসর মাহতাবসহ অন্যদের সামনেই নারী শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেন অধ্যক্ষ শাহজাহান আলী। এরপর ২৫ জুলাই সরকারি আজিজুল হক কলেজ অডিটোরিয়ামে বিকেল ৪টায় শুরু হওয়া পদ্মাসেতু উদ্বোধন নিয়ে আলোচনা সভার শেষে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদাকে নিয়ে কথা উঠলে কুরুচিপূর্ণ ও অশোভন কথা বলেন তিনি।

এ ঘটনা নিয়ে অধ্যক্ষ জোহরা ওয়াহিদা অভিযোগ করেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই তদন্তে দোষী প্রমাণিত হওয়ার কারণেই অধ্যক্ষ শাহজাহান আলীকে ওএসডি করা হয়। এছাড়া তার বিরুদ্ধে সরকার বিরোধী একটি রাজনৈতিকদলের ছাত্রসংগঠনের নেতা ছিলেন বলে এমন অভিযোগ করছেন অনেকেই।

অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, ওএসডির বিষয়ে চিঠি হাতে পেয়েছি। তবে কী কারণে ওএসডি তা বলতে পারছি না।

এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।