রাজবাড়ীতে পার্কিং করা ট্রাকে দুর্বৃত্তের আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:১৩ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

রাজবাড়ী পৌর শহরের কলেজ রোড এলাকায় রাস্তার পাশে পার্কিং করা ১০ চাকার একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের ইঞ্জিন-কেবিন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটির মালিক বিনোদপুর এলাকার রমজান আলী।

জানা গেছে, দুর্ঘটনা কবলিত ট্রাকটি বিক্রির উদ্দেশ্যে কয়েকমাস ধরেই ওইস্থানে পার্কিং করে রাখা ছিল। বিক্রির জন্য দাম দরও হচ্ছিল। হঠাৎ রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে কে বা কারা ট্রাকটিতে আগুন দেয়। স্থানীয়রা ট্রাকে আগুন দেখতে পেয়ে মালিক রমজান আলীসহ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পড়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন: দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো সাবেক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল

ক্ষতিগ্রস্থ ট্রাকের মালিক রমজান আলী বলেন, বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ট্রাকটি ওইস্থানে রাখা ছিল। রাতে ঘুমিয়ে ছিলাম, হঠাৎ জানতে পারি ট্রাকটিতে আগুন লেগেছে। কে বা করা আগুন দিয়েছে তা জানি না। তবে আগুনে ইঞ্জিন ও কেবিনের ব্যাপক ক্ষতি হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম বলেন, ট্রাকটি দীর্ঘ দিন অকেজো অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছে। কে বা কারা এবং কি কারণে ট্রাকে আগুন দিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

রুবেলুর রহমান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।