বেতন বৃদ্ধির দাবি

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে আজও বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা৷ বিক্ষুব্ধ শ্রমিকরা টঙ্গী-বাইপাইল সড়কে নেমে আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ শ্রমিকদের সরিয়ে নিতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে আশুলিয়ার জামগড়া, ছয়তলা ও নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

jagonews24

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে টঙ্গী-বাইপাইল মহাসড়কে অবস্থান নেন। এসময় পুলিশ তাদের সড়ক থেকে তুলে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। বন্ধ হয়ে যায় টঙ্গী-বাইপাইল সড়কে যান চলাচল। পরে পুলিশের সাজোয়া যান ঘটনাস্থলে পৌঁছলে শ্রমিকরা বিক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্টে অবস্থান নেন।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০

সেখানেও বিক্ষোভ করলে দফায় চলে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের পাশের কয়েকটি দোকানপাট ও ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর চালায়। সড়কের মধ্যে টায়ারে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা যায় শ্রমিকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন আছে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেখা গেছে।

jagonews24

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে তুলে দেওয়া হয়েছে। বেশকিছু কারখানা ছুটি ঘোষণা করেছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাজোয়া যানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকদের বিক্ষোভটি ষড়যন্ত্র মনে হচ্ছে। তাই কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে আছি।

মাহফুজুর রহমান নিপু/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।