যশোরে ‘প্রাতঃভ্রমণে’ সীমাবদ্ধ বিএনপির অবরোধ কর্মসূচি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

বিএনপির ডাকা তিনদিনের রেলপথ, সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) যশোরে তেমন কোনো প্রভাব পড়েনি। বিএনপির নেতাকর্মীরা ভোরে বিভিন্ন স্থানে পৃথক পৃথক ঝটিকা মিছিল করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথ থেকে তাদের অবস্থান গুটিয়ে নেন তারা। বিএনপির কিছু নেতাকর্মী আটক হলেও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অবরোধ কর্মসূচি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দাবি, বিএনপির অবরোধ কর্মসূচি প্রাতঃভ্রমণে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা ভোরবেলা ঝটিকা মিছিল করে হারিয়ে যায়। আর বিএনপির দাবি, পুলিশের মিথ্যা মামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র মহড়ায় মাঠে দাঁড়াতে পারছেন না তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে সকালে যশোর সদর উপজেলায় কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি। যশোর-মাগুরা সড়কে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিল বের হয়। এরপর মিছিল বের করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া যশোর-খুলনা মহাসড়কেও পৃথক পৃথক মিছিল করেন দলটির নেতাকর্মীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীদের রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সৈয়দ সাবেবুল হক সাবু বলেন, ‘একের পর এক মিথ্যা মামলা দেওয়ায় নেতাকর্মীরা মাঠে যেতে পারছেন না। তারপরও কর্মীরা মাঠে আছেন। নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি হঠকারী কিছু না করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে।’

তিনি বলেন, ‘রাজপথে অস্ত্র-লাঠি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহড়া দিচ্ছে, সেখানে বিএনপি নেতাকর্মীরা কীভাবে রাজপথে থাকবে? অন্যদিকে পুলিশ নেতাকর্মীদের আটক করছে। ফলে বিএনপির আন্দোলন সফল করতে বেগ পেতে হচ্ছে। তারপরও জনগণ সমর্থন জানিয়ে অবরোধ সফল করছে।’

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, বিএনপির আন্দোলন কর্মসূচিতে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তারা কয়েকজন নেতাকর্মী মিলে ভোরবেলা ফাঁকা মাঠে ঝটিকা মিছিল করছেন। তাদের আন্দোলন ‘প্রাতঃভ্রমণে’ সীমাবদ্ধ রয়েছে। তাদের আন্দোলনকে জনগণ প্রত্যাখ্যান করেছে। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।

সকাল থেকেই কঠোর অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপির ঝটিকা মিছিল থেকে অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সড়কে যানবাহন চলাচল ছিল কম। স্থানীয় রুটগুলোতে বাস চলাচল করলেও যাত্রীর উপস্থিতি কম ছিল। এ কারণে অনেক দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি।

মিলন রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।