বগুড়া
‘গরিবের পেটে লাথি দিয়ে তারা কী শান্তি পেলো জানি না’
বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের শেষদিনেও বগুড়া সদরে মুখোশ পরে একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে বারপুর ফুটওভার ব্রিজের নিচে ট্রাকটিতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকে বালু আর পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলে থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ট্রাকচালক নূর আলম বলেন, অবরোধের জন্য তিনদিন ধরে বারপুরের একটি গ্যারেজে ট্রাকটি রেখে দিয়েছিলাম৷ আজ মাটিডালিতে অন্য আরেকটি গ্যারেজে যাওয়ার সময় ৬-৭ জন যুবক গতিরোধ করে পেট্রল ছিটিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। জীবন বাঁচাতে কোনোরকম ট্রাক থেকে লাফিয়ে নেমেছি।
আরও পড়ুন: বগুড়ায় মুখোশ পরে ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা
তিনি আরও বলেন, ট্রাক কেনার দুই লাখ টাকার কিস্তি এখনও বাকি আছে৷ সামনের কেবিন যেভাবে পুড়ে গিয়েছে এতে অন্তত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ আমার মতো গরিবের পেটে লাথি দিয়ে তারা কী শান্তি পেলো জানি না৷
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ট্রাকটিতে কোন মালামাল না থাকায় বাড়তি ক্ষয়ক্ষতি হয়নি। সার্বক্ষণিক টহল রয়েছে এরপরও দুর্বৃত্তরা চোরাগুপ্ত হামলা চালাচ্ছে। তাদের কঠোরভাবে দমন করা হবে।
এরআগে বগুড়া সদরের বাঘোপাড়ায় অবরোধের প্রথম দিন এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে ও দ্বিতীয় দিন একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
জেএস/এএসএম