পরীক্ষা দিয়ে বের হয়েই গ্রেফতার হলেন মহিলা দল নেত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০৩ নভেম্বর ২০২৩

পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হয়েই গ্রেফতার হলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

নাজমা আকতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থী। তিনি বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাসিন্দা।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, নাজমা আক্তার বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রলিতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ মামলার আসামি। ১ ও ২ নভেম্বর তার বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা করা হয়েছে।

নাজমাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মনির হোসেন।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, রাজনৈতিকভাবে হয়রানির জন্য মিথ্যা মামলা দিয়ে নাজমাকে গ্রেফতার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর কাউকে গ্রেফতার করা প্রহসনের শামিল।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।