সিলেটে বাসের ধাক্কায় নিহত ২


প্রকাশিত: ০৭:২১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন।

সিলেটের দক্ষিণ সুরমার তেথলি নামক স্থানে রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার মজলিসপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে জয়নাল আহমেদ (২২) ও একই উপজেলার কাজীরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে আনফর আলী (৬০)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।