নাজিরপুরে দুই ভাইকে কুকুরের খাঁচায় বন্দি করে জবাইয়ের চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৯ মার্চ ২০১৬

পিরোজপুরের নাজিরপুরে দুই ভাইকে মারধরের পর কুকুরের খাঁচায় বন্দি করে জবাই করে হত্যার চেষ্টা করেছে পান্না সেখ নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত ২০ মার্চ। এ ঘটনায় গতকাল সোমবার নাজিরপুর থানায় মামলা করেছেন তাদের বাবা আকিকুর রহমান।

ঘটনার শিকার ওই দুই ভালো হলো, দীপু ও অপু। তারা উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আকিকুর রহমানের ছেলে।

মামলা দায়েরের পর মঙ্গলবার পিরোজপুরের এএসপি সার্কেল (সদর) মোল্লা আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক। এর সত্যতা পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আকিকুর রহমানের দুই ছেলে দীপু ও অপু পার্শবর্তী এক জমিতে মাছ ধরতে যায়। এসময় জমির মালিক পান্না সেখ তাদের মারধর করে বাড়িতে নিয়ে একপর্যায়ে কুকুরের খাঁচায় তাদের বন্দি করে রাখে। এরপর তাদের খাঁচা থেকে বের করে গোসল করিয়ে কলেমা পড়িয়ে জবাই করতে নিয়ে যায়। এসময় দীপু চিৎকার করতে থাকে। পরে অবস্থা বেগতিক দেখে পান্না সেখের স্ত্রী এলাকাবাসীকে ডেকে আনে এবং তাদের উদ্ধার করে।

এ ঘটনায় নাজিরপুর থানা পুলিশের ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, থানায় মামলা হয়েছে এবং আসামি পান্না সেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে ওই ঘটনার জের ধরে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

হাসান মামুন/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।