আগুন সন্ত্রাস করলে বিএনপির কবর রচনা হবে: মুরাদ হাসান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৫ নভেম্বর ২০২৩

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, অবরোধের নামে গুণ্ডামি-মাস্তানি চলবে না। ভাঙচুর চলবে না। আগুন সন্ত্রাস চলবে না। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে বিএনপির রাজনীতির কবর রচনা করা হবে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে শান্তি সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

আরও পড়ুন: আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন: মুরাদ

তিনি বলেন, বিএনপির-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধ সরিষাবাড়ী মানুষ মেনে নেয়নি। আমরা আগুন সন্ত্রাসকে প্রতিহত করতে রাজপথে ছিলাম। রাজপথে আছি ও রাজপথে থাকবো।

উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল আলমের সঞ্চালনায় এসময় অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য রাখেন।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।