পুলিশ পাহারায় সোনামসজিদ ছাড়লো ১৭৬ ট্রাক পেঁয়াজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও কোনো প্রভাব পড়েনি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। স্বাভাবিক রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এছাড়া প্রতিদিন আমদানি করা পণ্যবোঝাই ট্রাক আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় বন্দর থেকে দেশের অন্যত্র পাঠানো হচ্ছে।

সোমবার (৬ নভেম্বর) দুপুর পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর থেকে আমদানি করা পেঁয়াজ, আলুসহ বিভিন্ন পণ্যবোঝাই ১৭৬টি ট্রাককে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় রাজশাহী সীমানা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সোনামসজিদ বন্দর দিয়ে এলো আরও ৫১৮ টন আলু

তিনি বলেন, এরই মধ্যে ১৭৬টি ট্রাক নিরাপত্তা দিয়ে রাজশাহী সীমানা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের কোথাও এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, সকাল থেকে এখন পর্যন্ত পেঁয়াজ, আলুসহ বিভিন্ন পণ্যবোঝাই ১৭৬টি ট্রাককে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দেওয়া হয়েছে। স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক।

সোহান মাহমুদ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।