আশুগঞ্জে ৫ ছাত্রলীগ নেতার নামে মামলা


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৯ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মামুনসহ ৫ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. সফিউল্লাহ মিয়া আশুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সুজন খান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
 
ashuganj

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, হাজী মো. সফিউল্লাহ মিয়া আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মামুন, ছাত্রলীগ নেতা সুজন খান, সজিবুর রহমানসহ একটি মহল তার সুনাম নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক দিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে ফেসবুকে বিভিন্ন উস্কানীমূলক মন্তব্য করেন ছাত্রলীগ নেতা সজিবুর ও মঈনুল হোসেন মামুন।

ashuganj

এছাড়াও এসব অপপ্রচারে সহযোগিতা করেন লোকমান আহমেদ, চঞ্চল মুন্সি ও সুজন খান। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সফিউল্লাহ মিয়া ও দলের ভাবমূর্তি নষ্ট করে চলেছেন। তাই সফিউল্লাহ মিয়া বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

ashuganj

এ ব্যাপারে হাজী মো. সফিউল্লাহ মিয়া মিয়া জাগোনিউজকে জানান, এই চক্রটি নিজেদের ফেসবুক আইডি থেকে আমি ও আমার দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন সময়ে একের পর এক বাজে মন্তব্য করে আসছে। তাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই মামলা দায়ের করেছি।

ashuganj

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জাগো নিউজকে জানান, এই মামলার এজাহারভূক্ত আসামি সুজন খান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তারা পালাতক রয়েছে। তবে দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আজিজুল আলম সঞ্চয়/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।