নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:২৬ এএম, ০৭ নভেম্বর ২০২৩

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করা শাহ্ সিমেন্টের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) রাতে ফতুল্লার কায়েমপুর এলাকায় জেলা রেজিস্ট্রি অফিসের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

কাভার্ডভ্যানের চালক জিল্লুর রহমান বলেন, শাহ্ সিমেন্ট কোম্পানির নিজস্ব কাভার্ডভ্যান কারখানায় আসার পথে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এতে সড়কের পাশে গাড়ি পার্কিং করে মিস্ত্রির খোঁজ করছিলাম। তখন গাড়ির সামনে একটি মাইক্রোবাস এসে পার্কিং করে।

তিনি বলেন, এসময় পেছন থেকে ৬ থেকে ৭ জন লোক দৌড়ে এসে আমার গাড়িতে আগুন দিয়ে সামনের মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, কাভার্ডভ্যানে আগুন দিয়ে কালো রঙের নোয়া মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা পালিয়ে যাচ্ছিল। তাৎক্ষণিক আমাদের পুলিশের একটি টিম তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে পথিমধ্যে দুর্বৃত্তরা মাইক্রোবাস থেকে লাফিয়ে পালিয়ে যায়। তখন চালকসহ মাইক্রোবাসটি পুলিশ আটক করে। চালককে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

মোবাশ্বির শ্রাবণ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।