সরকারের উন্নয়নে অনেক রাজনৈতিক দলের জ্বালা ধরেছে: আমু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৭ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অনেক রাজনৈতিক দলের জ্বালা ধরেছে বলে মন্তব্য করেছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনের পর আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আমু বলেন, আগামী প্রজন্মের চাহিদা নিরূপণ করে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে চলেছে সরকার। প্রতিটি জেলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবন নির্মাণ হচ্ছে।

আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহারিয়ার, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন- ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. পারভেজ শাহরিয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বনি আমীন বাকলাই, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম।

আতিকুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।