অবরোধে ট্রাক পোড়ানোর মামলায় গ্রেফতার যুবলীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:১৭ এএম, ০৮ নভেম্বর ২০২৩
নুর উদ্দিন টিপু

অবরোধ চলাকালে ফেনীতে চিনি বোঝাই একটি ট্রাক পোড়ানোর মামলায় নুর উদ্দিন টিপু নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর নুর উদ্দিন টিপুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবলীগ।

ফেনী সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন ও সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদের সই করা বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিটি মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বহিষ্কারাদেশের তারিখ উল্লেখ রয়েছে ২৭ অক্টোবর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফেনী সদর উপজেলা যুবলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নুর উদ্দিন টিপুকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন: অবরোধে ট্রাক পোড়ানোর মামলায় যুবলীগ নেতা কারাগারে

গত ২ নভেম্বর ভোর রাতে চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে ট্রাক ভর্তি চিনি নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশ্যে রওনা হন গাড়িচালক আবদুস সামাদ। ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতুর ওপর পৌঁছালে দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা ট্রাকের সামনের অংশে পেট্রোল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। চালকের চিৎকারে অন্য গাড়ি থামালে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ওইদিন রাতে ট্রাক মালিক চট্টগ্রামের বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার উজ্জল বৈদ্য বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ফেনী মডেল থানায় মামলা করেন। তার দাবি, আগুন দেওয়ার ঘটনায় ট্রাকের যন্ত্রাংশ পুড়ে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।