বোরকা পরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৯ নভেম্বর ২০২৩

মুন্সিগঞ্জে বোরকা পরে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে ২-৩ জন দুর্বৃত্ত হঠাৎ করে ককটেল ছুঁড়ে মারেন। এসময় অধিকাংশ দোকানই বন্ধ ছিল। যানবাহনও ছিল সীমিত। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এদের মধ্যে একজন বোরকা পরিহিত ছিল বলে জানান স্থানীয়রা।

এদিকে বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণের মধ্যে এলাকটিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। বিস্ফোরণের ঘটনায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন তারা।

munshi-(2).jpg

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য দুষ্কৃতকারীরা রাতে বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এরআগে গত রোববার রাতে একই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে সে ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা সম্ভব হয়নি জানিয়েছে পুলিশ।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।