তৃতীয় দফা অবরোধের শেষ দিনে যানবাহন বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৯ নভেম্বর ২০২৩

বিএনপি ও সমমনা দলের ডাকা তৃতীয় দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ বেড়েছে। সেইসঙ্গে মহাসড়কে দূরপাল্লার যানবাহনও চলাচল করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, সানারপাড় ও শিমরাইল মোড় এলাকায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

jagonews24

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কে সকাল থেকেই যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রীরা নির্বিঘ্নে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারছেন। তবে পরিবহনের সংখ্যা বাড়লেও মহাসড়কে আজও যাত্রীর চাপ কম। এর ফলে বাসচালকদের দীর্ঘক্ষণ যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

আব্দুর রহমান নামের এক ব্যবসায়ী জানান, এতোদিন অবরোধে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে। তবে আজ দেখলাম দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করছে। তাই চট্টগ্রামে গিয়ে ব্যবসায়িক কাজটা শেষ করে আসবো।

কোমল মিনিবাসের চালক জানান, আজ গাড়ির চাপ বেশি লক্ষ্য করায় তারাও বাস নিয়ে বের হয়েছেন। এখনো পর্যন্ত তারা নিরাপদে চলাচল করতে পারছেন।

jagonews24

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, আজ সড়কে অন্যান্য দিনের তুলনায় পরিবহনের চাপ অনেকটা বেশি। তবে দূরপাল্লার বাস বন্ধের সঠিক কারণ জানা নেই তার। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণের নিরাপত্তায় সড়ক অবস্থান করছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, যেকোনো নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। যান এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা কাজ করছি। মানুষজন সকাল থেকে সবাই যার যার গন্তব্যস্থলে যেতে পারছে।

রাশেদুল ইসলাম রাজু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।