মুন্সিগঞ্জে অবরোধের সমর্থনে যুবদল-ছাত্রদলের মশাল মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১১ নভেম্বর ২০২৩

বিএনপির তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মুন্সিগঞ্জ ঝটিকা মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ি এলাকায় তারা এ মশাল মিছিল করে। মিছিলটি দুর্গাবাড়ি এলাকা থেকে মুন্সিগঞ্জ-মুক্তারপুর সড়কের সামনে গিয়ে শেষ হয়।

এসময় তাদের অবরোধ সমর্থন ও সরকার পতনে নানা স্লোগান দিতে শোনা যায়। পরে মশাল ফেলে কিছুক্ষণ রাস্তা অবরোধ করে সরে পড়েন তারা।

মিছিলে জেলা যুব দলের সদস্য সচিব মাসুদ রানা ও ছাত্রদলের সভাপতি আবুল হাশেমসহ ২৫-৩০ জন নেতাকর্মী অংশ নেয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।