চুয়াডাঙ্গা

র‌্যাম্প শো’র মধ্য দিয়ে শেষ হলো গরুমেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১২ নভেম্বর ২০২৩

তিন জেলার খামারিদের অংশগ্রহণে চুয়াডাঙ্গায় গরু মেলার আয়োজন করেছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। র‌্যাম্প শো ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে দুদিন ব্যাপী এ আয়োজন।

দুদিনের র‌্যাম্প শোয়ে ২৫২টি গরুকে অংশগ্রহণ করানো হয়। এর মধ্যে ২০০এর বেশি গরু দুদিনেই বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। এছাড়া মেলায় কম দামে গরুর সুষম খাদ্য তৈরি ও গরুর জাত উন্নয়ন বিষয়ক দুটি প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে অংশ নেন খামারিরা।

Chuadanga3.jpg

শেষ দিনে এ র‌্যাম্প শো থেকে মেলায় সারাদেশ থেকে আসা গরু ব্যবসায়ীরা তাদের পছন্দের গরুটি দাম হাঁকিয়ে কিনতে দেখা যায়। এছাড়া গরুর র‌্যাম শো দেখতে শেষ দিনেও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষের সঙ্গে বাচ্চাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতন। এছাড়া গরুর স্টলগুলোতে সাধারণ মানুষের পাশাপাশি গরু কিনতে আসা ব্যবসায়ী-খামারিদের ভিড় ছিল। পরে রাত সাড়ে ৮টায় র‌্যাম্প শো শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জমকালো গরুমেলা, থাকছে র‌্যাম্প শো

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. লুৎফুর রহমান, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ মো. মশিউর রহমান।

Chuadanga3.jpg

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় জেলার রাজনৈতিক নেতারা, সুশিল সমাজের নেতারা ও জেলার ভেটোনারি চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন, একসময় দেশের মাংসের চাহিদা মেটাতে আমাদের বিদেশ থেকে গরু আমদানি করতে হতো। আমাদের দেশের মানুষের পশুপালনের ওপর আগ্রহ বেড়ে যাওয়ায় এখন আমরা মাংসে স্বয়ংসম্পূর্ণ। এভাবে মানুষের মধ্যে পশুপালনে আগ্রহ বাড়তে থাকলে আগামিতে দেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশে গরুসহ বিভিন্ন পশু রপ্তানি করতে পারবো। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে চুয়াডাঙ্গা জেলায় যে গরু মেলার আয়োজন করা হলো এতে আমাদের জেলার মানুষের মধ্যে গরুসহ গবাদি পশু পালনে আরও আগ্রহ বাড়বে।

Chuadanga3.jpg

আরও পড়ুন: চৌকিদারের ছদ্মবেশে মেলায় ঘুরলেন মুখ্যমন্ত্রী, ভিডিও ভাইরাল

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) প্রেস সেক্রেটারি তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, আমরা প্রথম দিনে সন্ধ্যার পর থেকে অনেক রাত পর্যন্ত গরুর র‌্যাম্প শো করিয়েছি। র‌্যাম্প, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে আমাদের দুদিনের আয়োজন শেষ হয়। মেলায় ব্যাপক সাড়া পেয়েছি। ২০০ এর বেশি গরু এই মেলায় বিক্রি হয়েছে। র‌্যাম্প শোতে অংশ নেওয়াদের মধ্য থেকে ৩০ জন খামারিকে আমরা পুরস্কার দিয়েছি।

সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র খামারিদের সুখ-দুঃখ সেভাবে উঠে আসে না। এ মেলার মাধ্যমে খামারিরা নীতিনির্ধারকদের কাছে তাদের সমস্যা তুলে ধরেছে। গরুর র‌্যাম্প শো প্রান্তিক পর‌্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। সফলভাবে আমরা মেলা শেষ করেছি। এমন আয়োজনের ধারাবাহিকতা রাখবো আমরা। কারণ এই মেলা সারাদেশের খামারিদের সঙ্গে শক্ত মেলবন্ধন তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে।

হুসাইন মালিক/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।