প্রধানমন্ত্রীর জনসভা

ট্রেন ভাড়া করে দেড় হাজার নেতাকর্মী নিয়ে খুলনায় আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

 

খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে পুরো এক ট্রেন ভাড়া করে প্রায় দেড় হাজার নেতাকর্মী নিয়ে খুলনায় গেলেন আওয়ামী লীগ নেতা।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা স্টেশন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালার নেতৃত্বে নেতাকর্মীরা খুলনা উদ্দেশ্যে রওনা দেন। তারা আবার সমাবেশ শেষ করে ওই ট্রেনেই ফিরবেন।

আলমডাঙ্গা-খুলনা রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেন দিলীপ কুমার আগরওয়ালা। ট্রেনে যাওয়ার সময় নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নেতাকর্মীরা বলেন, ট্রেনের বগি ভাড়া হয়, ট্রেনের সব টিকিট কেটে নেওয়া যায়। কিন্তু আস্ত একটা ট্রেন বাসের মতো ভাড়া করে নিয়ে যাওয়া যায় এটা জানতাম না।

এবিষয়ে দিলীপ কুমার বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় যেতে রেল বিভাগে আগাম আবেদন ও ভ্যাট-উৎস করসহ নির্ধারিত ভাড়া দিয়ে একদিনের জন্য স্পেশাল ট্রেনটি ভাড়া করা হয়েছে। নেতাকর্মীদের জনসভায় অংশগ্রহণ ও বাড়িতে ফেরার সুবিধার্থে এই ট্রেনটি ভাড়া করেছি।

jagonews24

স্পেশাল ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন বলেন, এই ট্রেনটি আলমডাঙ্গা স্টেশন ও চুয়াডাঙ্গা স্টেশন থেকে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার জন্য দিলীপ কুমার নামের এক আওয়ামী লীগ নেতা ভাড়া নিয়েছেন। আমরা এই দুটি স্টেশন থেকে নেতাকর্মী নিয়ে খুলনায় যাবো। পরে জনসভা শেষে আবার তাদের চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় নামিয়ে দেবো। শুধু প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য স্পেশাল ট্রেন নিয়ে যাচ্ছি। এটা ব্যতিক্রম ব্যাপার।

আরও পড়ুন: ১১ স্পেশাল ট্রেন-৬৫০ বাস নিয়ে খুলনায় যশোরের নেতাকর্মীরা

অত্র ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুর রাজ্জাক বলেন, এই ট্রেনটি প্রধানমন্ত্রীর সমাবেশে যাওয়ার জন্য বুক করা হয়েছে। আমার জীবনে প্রথম আমি স্পেশাল ভাড়ায় আজ ট্রেন নিয়ে যাচ্ছি। ভালো লাগছে।

জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদ বাবলু ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান জিল্লু বলেন, রেল বিভাগে আগাম আবেদন করে পূর্বানুমতি নিয়ে নেতাকর্মীদের যাতায়াতের জন্য অগ্রিম টাকা দিয়ে একটি বিশেষ ট্রেন ভাড়া করে দিয়েছেন দিলীপ কুমার আগরওয়ালা।

প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর জনসভায় যোগদানে খুলনাতে ট্রেনে যাতায়াতে নেতাকর্মীর মধ্যে উৎসাহও বেড়েছে। ১০টি বগির এই ট্রেনে দেড় হাজার নেতাকর্মী যাতায়াত করছে।

আরও পড়ুন: খুলনা সার্কিট হাউজ ময়দানে ঢুকতে না পেরে নেতাকর্মীদের আক্ষেপ

পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, বড় ধরনের সামাজিক অনুষ্ঠানে এ ধরনের বিশেষ ট্রেন ভাড়ার রেওয়াজ ব্রিটিশ আমল থেকেই চালু আছে। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে এ রুটে স্পেশাল ট্রেন ভাড়ায় রেল বিভাগ থেকে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আবেদনকারীরা ট্রেনের অগ্রিম ভাড়াও পরিশোধ করেছেন। এতে রেল রাজস্ব পেয়েছে।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজারের সই করা এক পত্রে ১১ নভেম্বর সংশ্লিষ্ট এলাকার স্টেশন মাস্টারসহ রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। পরে আজ ট্রেনটি ছেড়ে যায়।

হুসাইন মালিক/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।