প্রধানমন্ত্রীর সমাবেশ

১১ স্পেশাল ট্রেন-৬৫০ বাস নিয়ে খুলনায় যশোরের নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিতে যশোরের লক্ষাধিক নেতাকর্মী ১১টি বিশেষ ট্রেন এবং ৬৫০টি বাসে করে রওনা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে যশোরের বিভিন্ন স্টেশন থেকে তারা খুলনার উদ্দেশ্য রওনা দিয়েছেন।

জেলার বিভিন্ন স্টেশন ও বাসস্ট্যান্ড থেকে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ট্রেন ও বাসগুলো খুলনার উদ্দেশে রওনা হয়। নেতাকর্মীদের মতে, যশোরের আট উপজেলা থেকে প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক কর্মী ও সমর্থক অংশ নেবেন।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, শহর থেকে শুরু করে তৃণমূলের কর্মী ও সমর্থকরা খুবই উচ্ছ্বসিত। জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফরে উন্নয়ন অব্যাহত রাখতে এবং দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

আরও পড়ুন: খুলনা সার্কিট হাউজ ময়দানে ঢুকতে না পেরে নেতাকর্মীদের আক্ষেপ

তিনি আরও বলেন, রেলওয়ের কাছ থেকে ১১টি ট্রেন ভাড়া করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ভাড়ার টিকিট ট্রেনে যাওয়া নেতাকর্মীদের হাতে আগেই পৌঁছে দেওয়া হচ্ছে। এ ছাড়া বাস মালিক সমিতির মাধ্যমে ৬৫০টি বাস ভাড়া করা হয়েছে। তারা যশোর থেকে এক লাখ ১০ হাজার মানুষ জমায়েত করার করার টার্গেট করেছেন।

jagonews24

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১১টি ট্রেনের মধ্যে যশোর রেলস্টেশন থেকে ছয়টি, অভয়নগরের নওয়াপাড়া রেলস্টেশন থেকে দুটি, ঝিকরগাছার নাভারণ ও বেনাপোল রেলস্টেশন থেকে দুটি করে ট্রেন খুলনার উদ্দেশে ছেড়েছে। এ ছাড়া আটটি উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৬৫০টি বাস নেতাকর্মীদের নিয়ে খুলনায় ছেড়ে যাচ্ছে।

আরও পড়ুন: খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু বলেন, খুলনার জনসভায় যশোরের নেতাকর্মীরা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ডাকবাংলো এলাকার মধ্যে অবস্থান নেবেন। এর বাইরে তারা যাবেন না। প্রতিটি জেলার জন্য জায়গা নির্দিষ্ট করা রয়েছে। জনসভায় যোগ দেওয়া নেতাকর্মীদের জন্য দলের পক্ষ থেকে সকালে নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে নেতাকর্মীরা যেতে যশোর জেলার অভয়নগর, সদর, ঝিকরগাছা ও বেনাপোল স্টেশন থেকে আটটি এবং কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে তিনটি সর্বমোট ১১টি ট্রেন ভাড়া নিয়েছে যশোর জেলা আওয়ামী লীগ। নির্দিষ্ট যাত্রী নিয়ে এসব ট্রেন আপ ডাউন করবে।

আরও পড়ুন: খুলনায় ৬ বছর পর জনসভা, প্রধানমন্ত্রীর অপেক্ষায় নেতাকর্মীরা

তিনি বলেন, যশোর খুলনা রুটের নিয়মিত ছয়টি ট্রেন এবং সোমবারে চিত্রা ও সুন্দরবন নামে দুটি ট্রেন বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থায় আটটি ট্রেন যশোর থেকে খুলনায় যাবে। এছাড়া বিভিন্ন ট্রেনের বগি নিয়ে তিনটি ট্রেন বানানো হয়েছে। সেগুলোর নামে দেওয়া হয়েছে যশোর এক্সপ্রেস। ফলে অন্যজেলায় যাতায়াতকারী বা এই রুটে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে না।

মিলন রহমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।