নজরুলের গান বিকৃতি: প্রতিবাদে কুমিল্লায় মিছিল-সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪১ এএম, ১৪ নভেম্বর ২০২৩

কাজী নজরুল ইসলামের গানের সুর বিকৃতির প্রতিবাদে মিছিল ও সমাবেশ হয়েছে কুমিল্লায়। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে নগর মিলনায়তনের প্রধান ফটকে এ সমাবেশ হয়।

এতে অংশ নেন শিশু-কিশোর যুব উন্নয়ন সামাজিক সাংস্কৃতিক ও নাট্য সংগঠন ‘সংলাপ’ এর নেতারা।

এসময় তারা ভারতীয় সিনেমা ‘পিপ্পা’য় এ আর রহমানের সুর করা গানে নজরুলের ‘কারার ঐ লৌহকপাট’ গানটির সুর বিকৃতির নিন্দা জানান নেতারা।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ‘সংলাপ’ কুমিল্লার সভাপতি নাট্যগুরু শাহজাহান চৌধুরী, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, আলোকিত বজ্রপুরের সংগঠক মো. রফিকুল ইসলাম সোহেল, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, কবি নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, কুমিল্লা কলেজ থিয়েটার প্রচার সম্পাদক মুইন উদ্দিন খান, লাকসাম নাট্যজংশন দল প্রধান জিএমএস রুবেল প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।