নালিতাবাড়ীতে অজগরের বাচ্চা আটক
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের পাহাড়ি জনপদ দাওধারা-কাটাবাড়ী এলাকায় বুধবার বিকেলে একটি অজগর সাপের বাচ্চা আটক করেছে এলাকাবাসী।
সাপটি লম্বায় প্রায় ১০ ফুট এবং এর ওজন প্রায় ১৫ কেজি বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে নালিতাবাড়ীর দাওধারা-কাটাবাড়ী গ্রামের মো. লতিকা মিয়ার আনারস বাগান পরিস্কার করছিল তার ছেলে কমর উদ্দিন (১৪)। এসময় ওই অজগর সাপটি দেখে তিনি চিৎকার করতে থাকেন। তার ডাক-চিৎকারে মিলন, রাজন, শহিদুল্লাহ ও চরত আলীসহ গ্রামবাসীরা ছুটে আসেন। পরে তারা সবাই মিলে অজগর সাপটিকে আটক করতে সক্ষম হন।
মুন্নাছ আলী নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সাপটিকে ধরার পর সেটি মাপা হয়েছে। এতে সেটি ১০ ফুট লম্বা এবং ১৫ কেজির মতো ওজন দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে নালিতাবাড়ীর বাতকুচি বনবিট কর্মকর্তা আব্দুল করিম বলেন, আমরা একটি অজগর ধরার খবর পেয়েছি। এই অজগরটিকে মারা যাবে না। তাকে জঙ্গলে ছেড়ে দিতে হবে।
তবে মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান জানান, অজগর সাপ আটকের বিষয়টি আমি জেনেছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।
হাকিম বাবুল/এমএএস/পিআর