সিদ্ধিরগঞ্জে বাসে আগুন
বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, প্রধান আসামি জেলা সভাপতি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির ৯৩ নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিন্টু কুমার বাদী হয়ে নাশকতার মামলাটি করেন।
মামলার বিষয়টি মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গােলাম মোস্তফা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে মামলার প্রধান আসামি করা হয়েছে।
এরআগে রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২ নম্বর ঢাকেশ্বরী গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় নাফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, বাস পোড়ানোর ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস