গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে গাজীপুর থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) তাকে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবুল হোসেন মাগুরা সদর এলাকার আতাউর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন।

আরও পড়ুন: বেতন-ভাতার দাবিতে নরসিংদীতে শ্রমিক আন্দোলন

গাজীপুর মহানগরীর বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাতে তাকে গাজীপুর গোয়েন্দা পুলিশ আটক করে পুলিশ।

গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এক বিবৃতিতে অবিলম্বে সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ২৫ হাজার টাকা মজুরি আন্দোলনের জোট মজুরি বৃদ্ধিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা ও গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন মঙ্গলবার রাত সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ।

বিবৃতিতে তাসলিমা আখতার বলেন, আটক করে, গুম করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র শ্রমিকদের ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চাইছে। তিনি অবিলম্বে বাবুল হোসেনকে ফিরিয়ে দেওয়া ও শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।