নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে মাদক মামলায় নাজমুল হোসেন (৩২) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন গাজীপুরের কাপাসিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বসবাস করতেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জামিল নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ নাজমুলকে গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে চারজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।