সিদ্ধিরগঞ্জে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৬ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার নাগিনা জোহা সড়কের চৌধুরীবাড়ি ও আদর্শবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

jagonews24

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তামিম ইসলাম জয় জানান, ভোরে আদমজী-চাষাঢ়া সড়কের আইটি স্কুলে মোড়ে মিছিল শেষে বাসে আগুন দেওয়ার সময় আমরা ধাওয়া দেই। পরে আদর্শ বাজার এলাকা থেকে ১২ জন জামায়াত কর্মীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করি। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও চারজনকে আটক করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, নাশকতার প্রস্তুতি নেওয়াকালে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছে। পরবর্তীতে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।