ঝালকাঠি কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৭ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

ঝালকাঠি জেলা কারাগারের হত্যা মামলার আসামি মো. মতলেব মাঝি (৬৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মতলেব মাঝি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মৃত ছাদের মাঝির ছেলে। তিনি চলতি বছরের ২০ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলেন।

জেলা কারাগারের সুপার মো.আব্দুল্লা ইবনে তোফাজ্জল হোসেন খান জানান, বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আতিকুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।