এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪ এএম, ১৭ নভেম্বর ২০২৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত যাত্রী।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আহতরা হলেন- পূরবী রায় (২৬), জাহিদ হাসান (২৮), দ্বীপ হাওলাদার (২৪), একরাম (৩৩), রাখিসহ (২৩) সাত যাত্রী স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

munshigang-(3).jpg

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, সকালে পদ্মাসেতু হয়ে ঢাকার অভিমুখে যাচ্ছিল দোলা পরিবহনের একটি বাস। পথে সকাল ৭টার দিকে উপজেলার কেয়টখালি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় দ্রুত গতির বাসটি সড়কে আইল্যান্ডে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ারসার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গুরুতর আহত অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্য চিকিৎসক।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।