চেয়ারম্যান-সচিবের সিল বানিয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৮ নভেম্বর ২০২৩

জামালপুরের ইসলামপুরে নকল সিল বানিয়ে প্রতারণার অভিযোগে মিনাল শেখ (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। মিনাল শেখ সদর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও ওই ইউনিয়নের পচাবহলা গ্রামের পশ্চিমপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

ওসি বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-সচিবসহ পৌর মেয়র ও সচিবের নামের নকল সিল বানিয়ে অনৈতিক কাজে ব্যবহার করছেন মিনাল শেখ। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর থানা ভবন সংলগ্ন জেকি ভবনে মিনাল কম্পিউটার ও ফটোকপির দোকানে অভিযান চালানো হয়। এ সময় ইউপি চেয়ারম্যান, সচিব, পৌর মেয়র এবং পৌর সচিবের নামে ১৯টি নকল সিলসহ মিনাল শেখকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বিচার পাবো না এটা দুঃখজনক’

মামলার বাদী পুলিশ উপ পরিদর্শক (এসআই) তারেক আহমেদ বলেন, টাকার বিনিময়ে তিনি কখনো ইউপি চেয়ারম্যান, কখনো বা সচিব সেজে পরিচয়পত্র, জন্ম নিবন্ধনে সিলমোহর দেওয়াসহ নিজেই নকল সই দিয়ে আসছিলেন। এ বিষয়ে ছাত্রলীগ নেতা মিনাল শেখের বিরুদ্ধে মামলা হয়েছে।

জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম মুঠোফোনে জাগো নিউজকে বলেন, এ বিষয়ে এখনো কিছু জানি না। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।