নওগাঁয় বিএনপি নেতা হত্যায় মামলা, আসামি অজ্ঞাত
নওগাঁয় বিএনপি নেতা কামাল আহমেদকে (৫২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) সকালে নিহতের ছেলে নবাব আলী নওগাঁ সদর থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
এর আগে শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে নওগাঁ-সান্তাহার সড়কের ইয়াদ আলীর মোড় এলাকায় কামাল আহমেদ হামলার শিকার হন। পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: হেলমেট পরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাস্থলে পাশে একটি বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীরা ছয়-সাতজন ছিলেন ফুটেজে তা দেখা গেছে। তবে হেলমেট ও মুখে কাপড় থাকায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। তবে প্রত্যক্ষদর্শী পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে কিছু ক্লু পাওয়া গেছে। আশা করছি খুব শিগরিই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এনআইবি/জেআইএম