যশোরে হত্যা মামলায় পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:০৫ এএম, ২১ নভেম্বর ২০২৩

সোনার বারের চালান আত্মসাতকারী সন্দেহে যশোরের বেনাপোল থেকে রংমিস্ত্রি ওমর ফারুক ওরফে সুমনকে অপহরণ ও হত্যা করা হয়। ওই ঘটনায় করা মামলার প্রধান আসামি কাউন্সিলর কামাল হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) ঢাকার আশুলিয়া কাঠগড়া এলাকা থেকে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন, কামালের সহযোগী বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের সিরাজুলের ছেলে এজাজ রহমান ও সাদিপুর গ্রামের রফিজুল ইসলামের ছেলে ইসরাফিল।

পরে গ্রেফতারদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত প্রাইভেটকার ও আলামত উদ্ধার করে পুলিশ। এর আগে এ মামলার ১২ আসামির মধ্যে আরও ৩ আসামিকে গ্রেফতার করা হয়।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, ৩৫টি সোনার বার আত্মসাতের অভিযোগে গত ১১ নভেম্বর বেনাপোল থেকে রংমিস্ত্রি ওমর ফারুক ওরফে সুমনকে (২৬) অপহরণ করে সোনা চোরাকারবারি চক্র। পরে সুমনকে হত্যা করে মরদেহ মাগুরার রামনগর এলাকায় মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।

ঘটনার পরপরই তদন্ত শুরু করে ডিবি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আসামিদের মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে ঢাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত প্রধান আসামি কামাল ও তার দুই সহযোগী এজাজ ও ইসরাফিলকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারদের স্বীকারোক্তিতে বেনাপোল স্থলবন্দর বাসটার্মিনালের সামনে থেকে সুমনের মরদেহ গুমের কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার পাইপ উদ্ধার করা হয়।

মিলন রহমান/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।