নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ, সম্পাদক এবাদুল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি খোরশেদ আলম ও সাধারন সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি এবাদুল হক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২) নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের গোস্তহাটির মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি-সম্পাদকসহ ২৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নির্বাহী কমিটির সহ-সভাপতি সোনালী সংবাদের গোলাম রসূল বাবু ও বাংলাদেশ সমাচারের আসাদুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক মোহনা টেলিভিশনের হাবিবুর রহমান ও বিজয় টেলিভিশনের আব্দুল মজিদ সম্রাট, সাংগঠনিক সম্পাদক যায়যায়দিনের রুহুল আমিন, অর্থ সম্পাদক প্রতিদিনের সংবাদের আব্দুর রাকিব, দপ্তর সম্পাদক এশিয়ান টেলিভিশনের রাশেদুজ্জামান, উপ দপ্তর সম্পাদক গণকন্ঠের আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক স্বদেশ প্রতিদিনের আহসান হাবীব, উপ প্রচার সম্পাদক গণটেলিভিশনের সাইদুল ইসলাম হেলাল, মহিলা বিষয়ক সম্পাদক লাল সবুজের দেশ এর সেমনা রাততিলা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গণমুক্তির মেরাজ হোসেন, ক্রীড়া সম্পাদক প্রথম সুর্যোদয়ের শাকিল আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক শিরোমনির জোবায়েদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য হিসেবে ঢাকা পোস্টের আরমান হোসেন রুমন এর নাম রয়েছে।

এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।