বগুড়ার ১৮ ইউপিতে আ’লীগ ১০ বিএনপি ২ স্বতন্ত্র ৬


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩১ মার্চ ২০১৬

দ্বিতীয় ধাপের নির্বাচনে বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ ও সোনাতলা উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১০টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি এবং ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় এসব জেলার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা চলে রাত পর্যন্ত। বিস্তারিত পড়ুন আমাদের প্রতিনিধির পাঠানো নিউজে।

বগুড়া থেকে লিমন বাসার জানান, শিবগঞ্জের ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে ৪টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি এবং ৬টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে ময়দানহাট্টা ইউনিয়নে এসএম রূপম (আওয়ামী লীগ), কিচক ইউনিয়নে এবিএম নাজমুল কাদির চৌধুরী (আওয়ামী লীগ), আটমূল ইউনিয়নে মোজাফ্ফর হোসেন (স্বতন্ত্র), পিরব ইউনিয়নে সফিকুল ইসলাম সফিক (বিএনপি), মাঝিহট্ট ইউনিয়নে মির্জা গোলাম হাফিজ সোহাগ (স্বতন্ত্র), বুড়িগঞ্জ ইউনিয়ন আবদুল গফুর মন্ডল (আওয়ামী লীগ), বিহার ইউনিয়নে মহিদুল ইসলাম (আওয়ামী লীগ), শিবগঞ্জ ইউনিয়নে তোফায়েল আহম্মেদ সাবু (বিএনপি), দেউলি ইউনিয়ন আব্দুল হাই (স্বতন্ত্র), সৈয়দপুর ইউনিয়ন মাহমুদ হোসেন তৌফিক (স্বতন্ত্র), রায়নগর ইউনিয়নে ফিরোজ আহম্মেদ রিজু (স্বতন্ত্র), মোকামতলা ইউনিয়নের মোকলেছার রহমান (বিএনপি) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সোনাতলার ৬টি ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। তারা হলেন, সোনাতলার তেকানি চুকাইনগর ইউনিয়নে শামছুল হক, পাকুল্লা ইউনিয়নে জুলফিকার রহমান শান্ত, দিগদাইড় ইউনিয়নে আলী তৈয়ব শামীম, জোড়গাছা ইউনিয়নে রোস্তম আলী, সোনাতলা সদর ইউনিয়নে মাহবুুবুল আলম ও মধুপুর ইউনিয়নে অসীম কুমার জৈন নির্বাচিত হয়েছে।

লিমন বাসার/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।