পাবনায় ৭টিতে আ.লীগ ৩টিতে বিএনপি জয়ী


প্রকাশিত: ০৪:০২ পিএম, ৩১ মার্চ ২০১৬

পাবনায় ১০ ইউনিয়ন পরিষদ (ফরিদপুর উপজেলার ৬ এবং ভাঙ্গুড়া উপজেলা ৪) নির্বাচনে ৭টিতে আওয়ামী লীগ এবং ৩টিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় এসব জেলার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা চলে রাত পর্যন্ত। বিস্তারিত পড়ুন আমাদের প্রতিনিধির পাঠানো নিউজে।

পাবনা থেকে একে জামান জানান, বৃহস্পতিবার পাবনার ফরিদপুর উপজেলার ৬ এবং ভাঙ্গুড়া উপজেলা ৪ ইউনিয়নে নির্বাচন অনু্ষ্ঠিত হয়। নির্বাচনে ফরিদপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নে সরোয়ার হোসেন (আওয়ামী লীগ), ডেমরা ইউনিয়নে মাহফুজুর রহমান (আওয়ামী লীগ),বনওয়ারীনগর ইউনিয়নে জিয়াউর রহমান (ধানের শীষ), পুঙ্গলী ইউনিয়নে আমিনুর রহমান সরকার (আওয়ামী লীগ), বিএলবাড়ি ইউনিয়নে জাহাঙ্গীর আলম মল্লিক (ধানের শীষ), হাদল ইউনিয়নে সেলিম রেজা (আওয়ামী লীগ) জয় লাভ করেছেন।

ভাঙ্গুড়া উপজেলায় খানমরিচ ইউনিয়নে আসাদুর রহমান (আওয়ামী লীগ), পারভাঙ্গুড়া ইউনিয়নে হেদায়েত উল্লাহ (আওয়ামী লীগ), দিলপাশার ইউনিয়নে অশোক কুমার ঘোষ (আওয়ামী লীগ)এবং অষ্টমনিষা ইউনিয়নে মো. আয়নুল হক (বিএনপি) জয়ী হয়েছেন।

ফরিদপুর :
Pabna

ভাঙ্গুড়া :
Pabna-2

একে জামান/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।