ভোলার ১২ ইউপির ১১টিতে আ.লীগ, একটিতে বিদ্রোহীর জয়


প্রকাশিত: ০৫:৫২ পিএম, ৩১ মার্চ ২০১৬

ভোলায় বৃহস্পতিবার অনুষ্ঠিত ১২ ইউনিয়নের নির্বাচন শেষে ১১ ইউনিয়নের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিতরা হয়েছেন। অপর একটি রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র রেজাউল হক মিঠু চৌধুরী মাত্র ৫৮ ভোটের  ব্যবধানে জয়লাভ করেন। মিঠু পেয়েছেন ৫ হাজার ৯৩ ভোট। অপরদিকে ওই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান খা পেয়েছেন ৪ হাজার ৯৪৫ ভোট।  

এদিকে জেলার ৪ উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী ১১ চেয়ারম্যান হচ্ছেন;  ভোলা সদরের হাসনাইন আহমেদ হাসান (পূর্ব ইলিশা), জহুরুল ইসলাম নকিব (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাচিয়া ইউপি)। লালমোহন উপজেলায় গোলাম মোস্তফা ( রমাগঞ্জ) , ফরিদ উদ্দিন তালুকদার (বদরপুর)।

চরফ্যাশন উপজেলায় আশরাফুল ইসলাম ফোটন (ওসমানগঞ্জ), জহরুল ইসলাম পন্ডিত (রসুলপুর), শফিউল্লাহ হাওলাদার (মানিকা), আল এমরান প্রিন্স (আব্দুল্লাহপুর), মো. সিরাজ উদ্দিন জমাদার ( আবুবকরপুর)।  মনপুরা উপজেলায় অলিউল্লাহ কাজল (দক্ষিণ সাকুচিয়া), মো. জাকির হোসেন ( উত্তর সাকুচিয়া )।

ভোলা প্রতিনিধি/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।