নাটোরে ৯টিতে আ.লীগ, ১টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী


প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ৩১ মার্চ ২০১৬

নাটোরের লালপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অর্জুনপুর বরমহাটি ইউনিয়ের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় বাকি ১০ ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী ৯টি ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এবং বাগাতিপাড়া উপজেলার একটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয় লাভ করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় এসব জেলার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা চলে রাত পর্যন্ত। বিস্তারিত পড়ুন আমাদের প্রতিনিধির পাঠানো নিউজে।

নাটোর থেকে রেজাউল করিম রেজা জানান, বৃহস্পতিবার রাতে লালপুর উপজেলা নির্বাচন সমন্বয়কারী নজরুল ইসলাম বলেছেন, দ্বিতীয় দফার নির্বাচনে লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে ১ নম্বর লালপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবু বক্কর সিদ্দিক পলাশ, ২ নম্বর ঈশ্বরদী ইউপিতে আমিনুল ইসলাম জয়, ৩ নম্বর চংধুপইল ইউপিতে আবু আল বেলাল, ৪ নম্বর আরবাব ইউপিতে ইসাহাক আলী, ৫ নম্বর বিলমারিয়া ইউপিতে মিজানুর রহমান মিন্টু, ৬ নম্বর দুয়ারিয়া ইউপিতে নূরুল ইসলাম লাভলু, ৭ নম্বর ওয়ালিয়া ইউপিতে আনিছুর রহমান মাস্টার, ৮ নম্বর দুড়দুড়িয়া ইউপিতে আব্দুল হান্নান (৯ নম্বর অর্জুনপুর বরমহাটি ইউপিতে নির্বাচন ফলাফল স্থগিত করা হয়) এবং ১০ নম্বর কদমচিলান ইউপিতে সেলিম রেজা মাস্টার নির্বাচিত হন।

এদিকে বাগাতিপাড়া উপজেলা নির্বাচন সমন্বয়কারী খন্দকার ফরহাদ আহম্মদ জানান, উপজেলার পাঁকা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রেজাউল করিম রেজা/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।