অপহরণ মামলায় নওগাঁয় বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

নওগাঁর ধামইরহাটে অপহরণকারী চক্রের দুই সদস্য বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আমাইতারা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ধামইরহাট উপজেলার রসপুর কুর্সামারী গ্রামের আবু বক্কর ছিদ্দিক (৫০) এবং তার ছেলে নাঈম হাসান (২৩)।

সোমবার (২৭ নভেম্বর) সকালে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাতব্বর চর গ্রামের সুমন মিয়া পরিবারসহ ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। গত ১০ নভেম্বর সুমন মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (১৬) দুপুর আড়াইটার দিকে বাসা থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাসায় না ফেরায় তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এরপর তারা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারেন ওইদিন বিকেল ৩টার দিকে বাসার পাশে রাস্তায় তার মেয়ে পৌঁছামাত্রই নাঈম হাসান ভিকটিম স্মৃতি আক্তারকে ফুসলিয়ে নিয়ে যান।

সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে আরও জানা যায়, ঘটনার ১৬ দিন পর খিলগাঁও থানায় ভিকটিমের বাবা সুমন মিয়া একটি অপহরণের মামলা দায়ের করেন। মামলা পর তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ সাদিক নেতৃত্বে ভিকটিম ও অপহরণকারীর অবস্থান জানতে পারে। এরপর গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আসামিদের খিলগাঁও থানায় পাঠানো হয়েছে।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।