গৃহবধূ থেকে ইউপি চেয়ারম্যান


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০১ এপ্রিল ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে গৃহবধূ মৌসুমী আক্তার এখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম জাগো নিউজকে জানান, মৌসুমী আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী শামীম রেজা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১টি ইউনিয়নে মধ্যে নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা চেয়ে ব্যর্থ হয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন। স্থানীয় সরকারের তৃণমূলের এই নির্বাচনে এই নারী প্রার্থী নির্বাচিত হওয়ায় প্রত্যন্ত জনপদেও নারীর ক্ষমতায়নে দৃষ্টান্ত সৃষ্টি হলো।

মৌসুমী আক্তারের স্বামী নবীনগর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান খায়ের বারী (৩৮) গত ২০ জানুয়ারি মারা যান। সারা জীবন আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ খায়ের বারী মারা যাওয়ার পর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলে দল তাকে মনোনয়ন দেয়নি। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করেন।

মৌসুমী আক্তার ফলাফল শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান, তার স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো তিনি অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে চান এবং তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির ব্যাপারেও কাজ করে যাবেন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।