স্বতন্ত্র প্রার্থী হতে মেয়রের পদ ছাড়লেন ফয়সাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

নৌকার মনোনয়ন না পেয়ে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদ ছেড়েছেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. আব্দুর রহমানের সই করা এক প্রজ্ঞাপন জারি করে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদ শূন্য করা হয়।

মেয়র ফয়সাল বিপ্লব মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল স্বেচ্ছায় পদত্যাগ করায় পদটি শূন্য ঘোষণা করা হলো।

ফয়সাল বিপ্লব বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি রাজধানীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেই। বিকেল ৩টার দিকে মেয়র পদে শূন্য হওয়ার প্রজ্ঞাপন হাতে পাই।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি বিধায় মেয়র পদ থেকে পদত্যাগ করেছি। স্বতন্ত্র প্রার্থী হতে এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা থেকে মনোনয়নপত্র নিয়েছি।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।